প্রকাশিত: Wed, Dec 7, 2022 4:47 PM
আপডেট: Sat, Dec 6, 2025 11:52 AM

সৌদি যুবরাজের বিরুদ্ধে খাসোগজি হত্যা মামলা প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রিয়াদে পৌঁছার আগেই যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিয়েছে। সৌদি আরবে শি’র ২ দিনের সফরে প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করবে দুটি দেশ। সৌদি গেজেট

সৌদি আরবের সিনিয়র সাংবাদিক জামাল খাসোজিকে হত্যার ব্যাপারে যুবরাজ বিন সালমান জড়িত ছিলেন এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলা হয়। এরপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরব সফরে যাচ্ছেন এ খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি খারিজ করেন ওয়াশিংটনের বিচারক জন বেটস। ২০১৮ সালের ২ অক্টোবর খাসোগজিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগ্দত্তা হেতিজে চেঙ্গিস। এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল যুবরাজ সালমানের দিকে। কারণ সালমানসহ সৌদি আরবের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাসোগজি।   যুবরাজের আদেশে ওই হত্যাকাণ্ড হয়েছিল এমনটি মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাও। তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন যুবরাজ সালমান। এরপর গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির আদালতকে জানায়, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন। মার্কিন বিচারক জন বেটস বলেন, মামলা থেকে যুবরাজ সালমানকে দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা তার নেই। 

খাসোগজি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে শক্ত অবস্থানে ছিল মার্কিন সরকার। গত বছরেই এই হত্যাকাণ্ড নিয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব